• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পুলিশের কড়া নিরাপত্তায় খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
পুলিশের কড়া নিরাপত্তায় খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে 

টান টান উত্তেজনা ও থমথমে পরিস্থিতি এবং পুলিশের কড়া সতর্ক অবস্থার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে সরকার পতনের এক দফা কর্মসূচির দাবি জানিয়ে বলেছেন, বহু মার খেয়েছি, শত শত মামলা খেয়েছি। এখন থেকে প্রতিরোধ শুরু হবে। এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। রাজপথে হবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে ফয়শালা। 

বিএনপির চেয়ারপার্সন ও সাবকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদশের একমাত্র নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সিনিয়র নাগরিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।   

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। সমাবেশ শুরুর আগে থেকেই শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো। আওয়ামী লীগ পাল্টা মিছিল করতে পারে এমন খবরে পুলিশও ছিলো সর্তক অবস্থায়।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসনে, অনমিষে চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসন রানা।
  
সমাবেশে বক্তারা বলনে, শেখ হাসনিা যাকে হত্যার হুমকি দয়িছেনে তিনিই ১৯৮৬ সালে শেখ হাসিনার ওপরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। ওয়ান ইলেভেনে হাসিনার মুক্তির জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন।
 
বিএনপির সমাবেশের শেষ পর্যায়ে সাবেক পৌর কাউন্সিলর হেলালের নেতৃত্বে শহরের লাঠি মিছিল বের করলে বিএনপির শতাধিক নেতাকর্মীও লাঠিসোটা নিয়ে আদালত সড়ক এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থায় ছিলো। 

বিভি/এইচএমপি/এএন

মন্তব্য করুন: