• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সরকার এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়: নুর

প্রকাশিত: ১৩:০১, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
সরকার এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়: নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে মাদ্রাসার ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। তাদের কি মানবাধিকার নেই। গণমাধ্যম তাদের বিষয়ে কথা বলবে না, এটা হতে পারে না।

রবিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ-মতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি সাইজ হোক সমস্যা নাই। জামায়াত সাইজ হোক সমস্যা নেই। আমরা প্রতিবাদ করিনি। আজ সবাই সাইজ হচ্ছে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, সরকারেরর সবচেয়ে ভঙ্গুর অবস্থা রয়েছে এখন। বিরোধী দলের দুর্বলতার কারণে বারবার পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক আন্দোলন এবং সরকারের পতন ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়। সবার প্রতি আহ্বান জানাই দলমত ভুলে গিয়ে আন্দোলনে শরিক হই।

সরকারকে বলবো এখনো আপনাদের হাতে সময় আছে। আপনার ক্ষমতা ছেড়ে দিন। নইলে ইতিহাসে যা হয়েছে তাই হবে।

নিরাপদ মানুষকে জেলে রাখবেন তা মেনে নেয়া যায় না জানিয়ে নুর বলেন, এই সরকার একটি মামলাবাজ সরকার। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি না এখন। আদালতেও ন্যায় বিচার পাওয়া যায়নি। আমার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে না।

আলেমদের ধরার জন্য সরকার পথ খুঁজছিলো। মোদি বিরোধী আন্দোলনে সেই পথ পেয়ে গেছে। ভাস্কর্য নিয়ে যারা হুমকি দিয়েছে তারা গ্রেফতার হয়নি। আওয়ামী লীগ যা শুরু করেছে তাতে মনে হয় আলেমদের বিকল্প তৈরি করে ফেলছে। 

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন: