• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণঅধিকারের বিক্ষোভ

প্রকাশিত: ১৭:৩০, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণঅধিকারের বিক্ষোভ

ডিজেল-পেট্রোলসহ সব ধরণের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন মূল্য কার্যকর করা হয়েছে। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৬ আগস্ট) বিকালে রাজধানীর মৎসভবন, হাইকোর্ট, ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা। এ সময় তাদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেন।

বিক্ষোভে অংশ নেন অনেক সাধারণ মানুষও

হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে সরকারের তীব্র সমালোচনায় স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। অতিরিক্ত মূল্য প্রত্যাহারের আহ্বানও জানান তারা। 

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন প্রথম সারির নেতা-কর্মীরা।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে চলে বিক্ষোভ

এর আগে শুক্রবার রাত ১২ টার পর থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা লিটার, কেরোসিন ১১৪  টাকা লিটার, অকটেন ১৩৫  টাকা লিটার ও পেট্টোল ১৩০ টাকা লিটার টাকা ঘোষণা করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: