• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ আগস্ট ২০২২ | ৪ ভাদ্র ১৪২৯

ঘোষণা দিয়ে রাজপথে নেমে অধিকার আদায়ের ফয়সালা হবে: ফখরুল

প্রকাশিত: ১৭:৪০, ৬ আগস্ট ২০২২

আপডেট: ১৮:২০, ৬ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ঘোষণা দিয়ে রাজপথে নেমে অধিকার আদায়ের ফয়সালা হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, নজিরবিহীন দুর্নীতির কারণে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এর ভয়ংকর প্রভাব পড়বে জনজীবনে। ঘোষণা দিয়ে রাজপথে নেমেই জনগণের অধিকার আদায়ের ফয়সালা করা হবে বলেও হুঁশিয়ারি দেন, বিএনপি মহাসচিব। 

শনিবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাদেশে বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতনের কঠোর সমালোচনা করেন, বিএনপি নেতারা। অন্যায়ের প্রতিবাদে কেনো পুলিশের গুলি এমন প্রশ্ন করেন তারা। বলেন, হত্যা-গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না। জ্বালানি তেলের দাম বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানান, বিএনপির সিনিয়র নেতারা। 

বিএনপি নেতাদের অভিযোগ, জনগণের কাছে জবাবদিহীতা না থাকায় যা খুশি তাই করছে ক্ষমতাসীনরা। অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: