• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনার চেষ্টা করছে সরকার: ফারুক খান

প্রকাশিত: ২০:৪১, ১৮ আগস্ট ২০২২

আপডেট: ২২:১৫, ১৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনার চেষ্টা করছে সরকার: ফারুক খান

সরকার দ্রব্যমূল্যের র্ঊধ্বগতি কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘কয়েক মাসের মধ্যে সব কিছুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে।’

জনগণের চাহিদা পূরণে সরকার ১৫ টাকা দরে টিসিবিতে চাল দিচ্ছে উল্লেখ ফারুক খান বলেন, ‘সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কিছু মানুষের সমস্যা হচ্ছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার সব সময় ভেবে থাকে। টিসিবির পণ্য চালু রয়েছে এবং ৬৮ হাজার ইউনিয়নে টিসিবি সচল রয়েছে। সেসব জায়গায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন সবকিছুর দাম আগের তুলনায় বেড়েছে। প্রভাবটা আমাদের দেশের পড়েছে। তবে অল্প সময়ে আমরা এ সংকট কাটিয়ে উঠবো।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘যত মিথ্যা খবর মানবাধিকারকে দেওয়া হোক না কেন, এতে সরকার কোনো চাপে পড়বে না। গুম, খুন আওয়ামী রাজনীতিতে নেই। অন্য রাজনতৈকি দল ঘোলা পানিতে যেমন মাছ ধরে সেভাবে দিবাস্বপ্ন দেখছে। সরকারের পতন ঘটানো কখনও সম্ভব না। আগে জনগণের জন্য কিছু করেন তারপর জনগণ ভাববে আপনাদের ভোট দেবে কি দেবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে যারা শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করেন তারা দেশকে ভালােবাসেন না। তাদের অনুরোধ করে বলবো আমাদের দেশকে বহির্বিশ্বের কাছে ছোট করবেন না।'

বিভি/এনএ

মন্তব্য করুন: