• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সম্পদ লুটপাটকারীরা উন্নয়নের কথা বলে: গয়েশ্বর

প্রকাশিত: ২০:৪১, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২০:৪১, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সম্পদ লুটপাটকারীরা উন্নয়নের কথা বলে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, যারা সম্পদ লুট করে তারাই উন্নয়নের কথা বলে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিতের কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণসভা হয় জাতীয় প্রেসক্লাবে। স্বাধীনতা ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

এ সময় জনগণের অর্থ লুট করে প্রতারনার ফল অনেক ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়। সরকারকে টিকিয়ে রাখতে প্রশাসনের কর্মকর্তাদের অতি উৎসাহী ভূমিকা পালন থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।

অনুষ্ঠানে বিরোধী নেতারা অভিযোগ করেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে অন্ধকারে নিয়ে গেছে সরকার। যারা দেশকে লুটপাট করছে তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলেন বিএনপি নেতারা। 

বিভি/এনএ

মন্তব্য করুন: