• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন দিতে হবে: বিএনপি

প্রকাশিত: ২০:৫২, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন দিতে হবে: বিএনপি

বিএনপি নেতারা বলেছেন, সরকারের পতন অনিবার্য। জনগণের দাবি অনুযায়ী সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন দিতে হবে। প্রশাসনের যেসব কর্মকর্তা অত্যাচার-নির্যাতন করছেন তারা চিহ্নিত, বেশিদিন দূরে নাই জনগণ তাদের বিচার করবে। রাজধানীতে এক সমাবেশে এসব কথা বলেন তারা।

জ্বালানি তেল ও জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং সারাদেশে দলের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সমাবেশ করে বিএনপি। যাত্রাবাড়ি ও ডেমরা থানা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও  মহানগর বিএনপির নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কর্মসূচিতে জনস্রোত দেখে ভীত হয়ে সরকার হামলা, নির্যাতন চালাচ্ছে। এ সময় মুন্সীগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে দলের কর্মসূচিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

বিএনপি নেতারা বলেন, ‘লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধিতে মানুষের ভোগান্তি চরমে। জনগণের এসব সমস্যা নিয়ে কর্মসূচি দিলেও তাতে নির্বিচারে হামলা ও গুলি করা হচ্ছে। এভাবে বাধা দিয়ে আন্দোলন দমন করা যাবে না।’

সমাবেশে গণবিরোধী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি নেতারা।

বিভি/এনএ

মন্তব্য করুন: