• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সরকার পতনের মাধ্যমে সব হত্যার বদলা নেওয়া হবে: খাগড়াছড়ি যুবদল

প্রকাশিত: ২২:০০, ২৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:০০, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সরকার পতনের মাধ্যমে সব হত্যার বদলা নেওয়া হবে: খাগড়াছড়ি যুবদল

খাগড়াছড়িতে যুবদল আয়োজিত বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, স্বৈরচারী সরকারের পতনের মধ্য দিয়ে নেতাকর্মীদের হত্যার বদলা নেওয়া হবে। মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দ এমন হুশিয়ারি উচ্চারণ করেন। 

তারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিনা ভোটের সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ভয় পায়। গণআন্দোলনে পতন নিশ্চিত জেনে আতঙ্কে  রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে হত্যা, গুম ও হামলা-মামলার পথ বেছে নিয়েছে তারা।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক  অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সহ-সভাপতি নাসির সিকদার, কমল বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা আহবায়ক আমিনুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মোধ ইব্রাহিম প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমা, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক,আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিভি/এমআর

মন্তব্য করুন: