• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চলমান আন্দোলনেই সরকারের পতন: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬:০২, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:১২, ২৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
চলমান আন্দোলনেই সরকারের পতন: মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ জেগে উঠেছে। চলমান আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আরাফাত রহমান কোকো মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: 

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। 

এরপর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না। তিনি ছিলেন ক্রিকেটের উন্নতির নায়ক। শুধু রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় এক এগারোর সরকার নির্যাতন করে তাকে দেশ ছাড়া করেছিল।

এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও জনগণের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তার মৃত্যুর পর জানাযায় তার প্রমাণ মিলেছে।  

সংক্ষিপ্ত আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: 

বিভি/রিসি

মন্তব্য করুন: