• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

৭৭দিন পর মুক্তি পেলেন জেলা বিএনপির সদস্য সচিব

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২, ২৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
৭৭দিন পর মুক্তি পেলেন জেলা বিএনপির সদস্য সচিব

দুই মাস ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন। 

তিনি মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ বিএনপি সংঘর্ষ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে ২০২২ সালের ৯ নভেম্বর মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। 

এরপর এক এক করে মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও লৌহজং থানার পৃথক তিনটি মামলায় জামিনের পর শোন এরেস্ট দেখিয়ে কারা অন্তরীণ করে রাখা হয়। দীর্ঘ ৭৭ দিন পর লৌহজং থানার একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলে তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি পান।

বিভি/এলএইচ/এজেড

মন্তব্য করুন: