• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

১, ২, ৩ ও ৪ নিয়ে অনেক কাজ বাকিঃ মুমিনুল

প্রকাশিত: ১৭:৪৮, ৮ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:০০, ৮ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
১, ২, ৩ ও ৪ নিয়ে অনেক কাজ বাকিঃ মুমিনুল

ছবি: টুইটার

চট্টগ্রাম টেস্টে কিছু সময় কর্তৃত্ব করেছিলো বাংলাদেশ। কিন্তু পাকিস্তান পেস আক্রমণের সামনে টপ অর্ডারের নড়বড়ে ব্যাটিংয়ে পঞ্চম দিনে গিয়ে হারে বাংলাদেশ। বৃষ্টির কারণে আড়াই দিনে নেমে আসা ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে টি-২০’র পরে টেস্টে ধবলধোলাই হয়েছে।

চট্টগ্রাম টেস্টে টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতার কথা বলেন মুমিনুল হক। ঢাকা টেস্টে হতাশার হারের পরও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন তিনি। জানালেন, টপ অর্ডারের ব্যাটিং নিয়ে অনেক কাজ বাকি।

ম্যাচ শেষে চারে ব্যাটিং করে ব্যর্থ হওয়া মুমিনুল বলেন, ‘প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করার সুযোগ ছিলো আমাদের। কিছু সিনিয়র ক্রিকেটার সেটা করেছেনও। সাকিব, মুশফিক ও লিটন ভালো ব্যাটিং করেছেন। কিন্তু কাজটা শেষ করে আসতে পারেননি।’

মুমিনুল জানান, শুরুতেই দুই-তিনটা উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন। দলের ১, ২, ৩ ও ৪ ব্যাটিং অর্ডার নিয়ে অনেক কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। দুই টেস্টেই লিটন ও তাইজুল ভালো খেলায় তাঁদের প্রশংসা করেন টেস্ট কাপ্তান। খারাপের মাঝে তাঁরা ভালো পারফরম্যান্স ধরে রাখবেন বলে আশা করেন। 

বিভি/এসএম

মন্তব্য করুন: