• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লিটন-মুশির ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

প্রকাশিত: ১৫:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৫:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
লিটন-মুশির ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

ছবি: টুইটার

একদিনের ব্যবধানে বদলে যাওয়া এক দল বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বিপর্যয়ে পড়েছিলো স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচেই দলটি তুলেছে ৩০৬ রানের বড় সংগ্রহ। লিটন দাস দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। শতক ছোঁয়া ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে ব্যাটিং নেন তামিম ইকবাল। ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। দলকে ৩৮ রানের জুটি দিয়ে ফিরে যান ১২ রান করে। সাকিব আল হাাসন সাবধানী শুরু করেও ৩৬ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন। আক্রমণে এসেই তাঁকে তুলে নেন রশিদ খান।

তৃতীয় উইকেট জুটিতে এরপর ওপেনার লিটন ও চারে নামা মুশফিক ২০২ রানের দুর্দান্ত জুটি গড়েন। দেশের ক্রিকেটে যা দুইশো রানের পঞ্চম জুটি। ওই জুটিতে লিটন-এর অবদান ১৩৬ রান। চোখের সুখ দেওয়া ইনিংস খেলার পথে ডানহাতি ব্যাটার খেলেছেন ১২৬ বল। দুটি বড় ছক্কার সংগে খেলেছেন ১৬টি চারের শট।

মুশি খেলেন ৯৩ বলে নয়টি চারের মারে ৮৬ রানের ঝকঝকে ইনিংস। ফিফটির পরে একটি করে জীবন পাওয়া দুই ব্যাটার ৪৭তম ওভারে পরপর ফরিদ আহমেদ-এর বলে সাজঘরে ফেরেন। শেষ দিকে দ্রুত দিয়ে রান তুলতে পারেননি দল। মাহমুদুল্লাহ ৯ বলে অপরাজিত ৬ এবং আফিফ ১২ বলে হার না মানা ১১ রান করেন।

আফগানদের হয়ে এক উইকেট পাওয়া ফজল হক ১০ ওভারে দেন ৫৯ রান। মুজিব উর ৪৯ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। দুই উইকেট পাওয়া ফরিদ মালিক ৪ ওভারে ৫৬ রান দেন। রশিদ খান ১০ ওভারে হজম করেন ৫৪ রান। আফগানরা ৩৩টি অতিরিক্ত রান দিয়েছে। ওই জায়গায় এগিয়ে গেছে স্বাগতিকদের রান। 

বিভি/এসএম

মন্তব্য করুন: