• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কোথায় কখন লোডশেডিং হবে আজ 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭:০৮, ২৭ আগস্ট ২০২২

আপডেট: ০৭:২৬, ২৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
কোথায় কখন লোডশেডিং হবে আজ 

দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে লোডশেডিং কার্যক্রম।

নির্দেশ মোতাবেক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রতিষ্ঠানগুলোর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

সরকার ১৯ জুলাই থেকে বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: