হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসরস্বতী পূজা আজ। এই দিনে বিদ্যার দেবী রাজহাঁসে চেপে মর্তে আসেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন মন্ডপে চলে পূজা-অর্চনা। ভক্তরা দেবীর চরণে অঞ্জলী দিয়ে প্রার্থনা করেন বিদ্যা-বুদ্ধিতে আরো সমৃদ্ধ হয় যেনো এই দেশ।
সরস্বতী- বিদ্যা, বাণী ও সুরের দেবী। মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা হাঁসে চেপে সরস্বতী দেবী জগতে আসেন। ধর্মীয় রীতি অনুযায়ী দেবীকে দুধ, মধু, ঘি, চন্দন দিয়ে বরণ করা হয়।
শুরু হয় পূজা, এরপর শিক্ষার্থী, আগত অতিথী সবাই ফুল হাতে নিয়ে মন্ত্র পাঠ শুরু করেন। পরে সরস্বতী দেবীর চরণে সমর্পন করেন পূষ্পাঞ্জলী। কেউ দেবীর চরণে সমর্পন করেন বই কিংবা কলম।
সরস্বতী পূজা শেষে অনেকেই ছোট্ট সন্তানকে নিয়ে যান দেবীর সামনে। এ সময় হাতেখড়ির মধ্য দিয়ে শুরু হয় বিদ্যার্জনের প্রথম পাঠ।
এ বছর জগন্নাথ হল মাঠে ৭০টি মন্ডপে আয়োজন করা হয় সরস্বতী পূজার। এ বছর এশিয়া মহাদেশের সব'চে বড় ৩৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করে চারুকলা অনুষদ।
বিভি/রিসি
মন্তব্য করুন: