• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শেখ হাসিনার পতনের পর যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ২০:৩২, ৫ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
শেখ হাসিনার পতনের পর যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে তার বোন শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মুখে সোমবার (৫ জুলাই) ক্ষমতা ছেড়ে শেষ পর্যন্ত দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এর পর একটি স্ট্যাটাস দিয়েছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।

একটি স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‘প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন— দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।’
 
তিনি আরও লিখেছেন, ‘আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।’

তরুণ প্রজন্মের জন্য আজহারী লিখেছেন, ‘আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2