• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আখেরি মোনাজাতে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা

প্রকাশিত: ০৮:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৮:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
আখেরি মোনাজাতে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে চলেছে এবারের বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লীর উদ্দেশে ঈমান, আমল, আখলাক ও দ্বিনের পথে মেহনতের ওপর বয়ান চলছে। তিন দিন ধরে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন মুসল্লীরা। তাই, কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মেনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

জানা যায়, আখেরি মোনাজাতের পর মুসল্লীদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও, টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: