• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পুরনো রূপে মক্কার গ্র্যান্ড মসজিদ

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পুরনো রূপে মক্কার গ্র্যান্ড মসজিদ

সৌদি আরবের পবিত্র মক্কা'র গ্র্যান্ড মসজিদে ধারণ ক্ষমতার সম্পূর্ণটা ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র এই জায়গায় এখন মুমিনরা আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করতে পারবেন।

গত বছর করোনা মহামারি শুরুর পর এই প্রথম মসজিদে প্রবেশের বিধি-নিষেধ তুলে নেওয়া হলো।

আল-জাজিরা জানিয়েছে, মসজিদের মেঝেতে সামাজিক দূরত্বের জন্য এঁকে দেওয়া চিহ্নও রবিবার (১৭ অক্টোবর) সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার সকালের ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, মুসল্লিরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।

সামাজিক দূরত্ব সম্পর্কিত বিধি-নিষেধ তুলে নেওয়া হলেও কর্তৃপক্ষ বলেছে, গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে হলে অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে এবং মসজিদ চত্বরে মাস্ক ব্যবহার করতে হবে।

বিভি/এমএস

মন্তব্য করুন: