• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

প্রকাশিত: ১০:০৫, ২০ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আজ বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। জন্ম-ওফাতের স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল।

এক হাজার ৪৫১ বছর আগে এই দিনে সৌদি আরবের মক্কা নগরে মহানবী জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

মহানবীর জন্মের সময় ও এর আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিলো। সেখানকার মানুষ আল্লাহকে ভুলে নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলো। আরবের সর্বত্র দেখা দিয়েছিলো অরাজকতা ও বিশৃঙ্খলা। এই সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিলো ও মূর্তিপূজা করতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ মহনবীকে পৃথিবীতে পাঠান।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: