• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মগে হাত ঢুকিয়ে অযু করছেন? জেনে নিন ইসলাম কী বলে

প্রকাশিত: ০৯:০৯, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
মগে হাত ঢুকিয়ে অযু করছেন? জেনে নিন ইসলাম কী বলে

আমাদের ব্যস্ততার কারণে বা প্রয়োজনের কারণে কখনো কখনো মগে করে অজু করতে হয়। কখনো বা ওই পানিভর্তি মগে হাত ঢুকিয়ে পানি নিয়ে নিয়ে অযু শেষ করতে হয়। কিন্তু এভাবে মগের মধ্যে হাত ঢুকিয়ে পানি নিয়ে অযু করলে অযু হবে কী না। কিংবা এভাবে অযু করা কি ঠিক আছে? এর দ্বারা উক্ত পানি কি ব্যবহৃত হয়ে যাবে না? ইসলামী শরিয়ত কী বলে?

উত্তর অযু করার জন্য পাত্রের ভেতর হাত দিয়ে পানি নিলে তা الماء المستعمل বা ব্যবহৃত পানির হুকুমে হয়ে যায় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির অযু সহীহ হয়েছে।

তবে যদি হাতে নাপাকী থাকে তাহলে পাত্রের ভেতর হাত দেওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পাক করে নিতে হবে। অন্যথায় অপবিত্র হাত পাত্রে দিলে পাত্রের পানি নাপাক হয়ে যাবে।

-সহীহ বুখারী, হাদীস ১৯৯; কিতাবুল আছল ১/২১; ফাতাওয়া তাতারখানিয়া ১/২০৮; আলবাহরুর রায়েক ১/১৬৪-১৬৬; রদ্দুল মুহতার ১/১১২। সূত্র: আওয়ার ইসলাম

বিভি/এজেড

মন্তব্য করুন: