• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

হারানো সম্মান রক্ষায় পড়তে পারেন এই দোয়া

প্রকাশিত: ২০:৪৪, ৫ ডিসেম্বর ২০২২

আপডেট: ২০:৫১, ৫ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
হারানো সম্মান রক্ষায় পড়তে পারেন এই দোয়া

যাপিত জীবনে চলছে নানা রকম অসঙ্গতি। এখানে তর্ক-বিতর্ক রয়েছে, রয়েছে ঠুনকো মারামারিও। এসব ক্ষেত্রে কখনো কখনো মান সম্মানেও টানাটানি পড়ে। তবে সম্মান হারানো এড়াতে পড়া যেতে পারে একটি দোয়া।

পবিত্র হাদিস শরীফের আবু দাউদ এ ১৫৪৪ নং হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল্লাহ (সা.) এই দোয়া করতেন। 
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ্জিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা। ’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে (রহমত থেকে বঞ্চিত হওয়া থেকে) ও অসম্মানী হওয়া থেকে। আমি আপনার কাছে আরো আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে। ’

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: