• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা

প্রকাশিত: ২০:২৬, ২১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:২৬, ২১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৬ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে চলছে বয়ান। রবিবার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এদিকে, ইজতেমার ময়দানে শুক্রবার রাতে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফার আনুষ্ঠানিকতায় আসা পাঁচজনের মৃত্যু হলো।

শনিবার (২১ জানুয়ারি) ফজর নামাজের পর ভারতের মাওলানা ইয়াকুব জিলানীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দিনের কার্যক্রম। 

জিকির আসগার, তাসবিহ তাহলিল আর আর আত্মশুদ্ধির পথ নিয়ে দিনভর চলে আলোচনা।

শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইজতেমায় অংশ নিয়েছেন লাখো মুসল্লি। আল্লাহ নৈকট্য লাভে  আশা সবার।

দুই পর্বের ইজতেমায় কিছুটা হলেও কমেছে মানুষে চাপ। তাই নির্বিঘ্নে অংশ নিতে পারছে মানুষ। ইজতেমা ময়দানকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর আছে কড়া নজরদারিও। 

সড়কগুলোতে নেই কোনো পরিস্কার পরিচ্ছন্নতার বালাই। রাস্তায় জমে আছে ময়লার স্তুপ, যেন দেখার কেউ নেই। প্রচন্ড ধুলা-দুষণে আর অপরিচ্ছন্ন পানি ব্যবহারে শ্বাসকষ্ট এবং চর্ম রোগে আক্রান্ত হয়ে অনেকেই জড়ো হচ্ছে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: