• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামের রিয়াজুদ্দীন বাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২২:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামের রিয়াজুদ্দীন বাজারে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম মহানগরীর রিয়াজুদ্দিন বাজারে এন এইচ চৌধুরী প্লাজা নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিন পোলের মাথা এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ড  ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, রাজস্থান নামের একটি কাপড়ের গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ওই ফ্লোরের কয়েকটি দোকানে। এসময় পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, পুরো বাজারটি অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে তাদের। তবে আগুনের ভয়াবহতাকে একটি ভবনের মধ্যেই আটকে ফেলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: