সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, অতঃপর...
গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৪
এ ঘটনার প্রতিবাদে অন্যান্য শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৩ ঘণ্টা পর অবরোধ থেকে সরে আসেন শ্রমিকরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: