• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মশা নিধনে যত ধরনের চ্যালেঞ্জ নেয়ার, সবই নেবে ডিএনসিসি

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ মে ২০২৪

ফন্ট সাইজ
মশা নিধনে যত ধরনের চ্যালেঞ্জ নেয়ার, সবই নেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এবারে এডিস মশা নিধনে যত ধরনের চ্যালেঞ্জ নেয়ার, সবই নেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

সোমবার (১৩ মে) দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা নিধনে তিন পদ্ধতিতে বিটিআইয়ের প্রয়োগ হবে। কারওয়ানবাজার শিগগিরই স্থানান্তর হবে জানিয়ে তিনি  বলেন, নতুন স্থানে যাওয়া ব্যবসায়ীদের দোকান বাবদ কোনো ধরনের অর্থমূল্য দিতে হবে না।

এছাড়াও তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের জন্য নতুন জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, খালের জায়গায় নির্মিত ভবনের মালিক যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না। 

নগরীর ১৮ টি ওয়ার্ড উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি৷ 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2