যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার মা-বাবাকে কুপিয়ে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দম্পতি হলেন, শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)। বৃহস্পতিবার (২০ জুন) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একমাত্র ছেলে পুলিশের গোয়েন্দা বিভাগে (এসবি) কর্মরত বলে পুলিশ জানিয়েছে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পরিদর্শক তৌহিদুল হক বলেন, আমরা ধারণা করছি রাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: