সাদপন্থীদের শাস্তির দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল
বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের হামলায় নিহতের প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ইজতেমা মাঠে ইবাদতরত ও ঘুমন্ত মুসল্লিদের উপর সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করে তাদেরকে জামিন দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তাদেরকে ওলামায়ে কেরামের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে।
এই হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সাদপন্থী ওয়াসিফ ও চট্টগ্রামের আব্দুল হালিম গংসহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। সেইসাথে চট্টগ্রাম নগরী ও উপজেলাসমূহের সকল মসজিদে সাদপন্থীদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করার দাবিও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও দাওয়াতে তাবলীগ চট্টগ্রামের প্রধান শুরা মুফতি জসিম উদ্দিন ,হেফাজতে ইসলাম বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, দাওয়াতে তাবলীগ চট্টগ্রামের শুরা মাওলানা ইলিয়াস কাশেমীসহ অন্যরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: