ফ্যাসিস্ট সরকারের বুলেটে বিছানায় কাঁতরাচ্ছে বাপ্পি
ছবি: বাপ্পি
গাজীপুরের শ্রীপুরে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বুলেটে ক্ষতবিক্ষত শরীর নিয়ে বিছানায় কাঁতরাচ্ছে বাপ্পি নামে নবম শ্রেণীতে পড়া এক ছাত্র। তার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবারটি। এখনো মেলেনি কোন সরকারি কোন সহায়তা। টাকার অভাবে প্রায় বন্ধ রয়েছে বাপ্পি’র চিকিৎসা।
বাপ্পি’র বাড়িতে গেলে তার পরিবারের অসহায়ত্বে কথা তুলে ধরেন তার বাবা। তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু চিকিৎসার খোঁজ খবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মো. বাপ্পি (১৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার তললী গ্রামের মো. মোজাম্মেলের ছেলে। পরিবারের সাথে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামের জহিরুল ইসলাম প্রিন্সের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় শ্যামা মডেল একাডেমী’র নবম শ্রেণীতে পড়তেন।
স্থানীয়রা বলেন, ১৬ বছর বয়সী মেধাবী ছাত্র মো. বাপ্পি। গত আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার পক্ষে আন্দোলনের প্রথম সারিতে অংশ নেয় বাপ্পি। গত ৩ আগস্ট গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশ পাশের এলাকা নিয়ন্ত্রণে নেয় ছাত্র জনতা। এসময় কেওয়া বকুল তলা এলাকায় নির্বিচারে পুলিশের ছোঁড়া বন্দুকের বুলেট বাপ্পি’র কোমড়ের পেছনে বিদ্ধ হয়। বুলেটের আঘাতে বাপ্পি’র নাড়িভুঁড়ির ৭ জায়গায় ক্ষত হয়। পরে রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসা করানো হয়, করা হয়েছে কয়েকটি অস্ত্রোপাচার, কেটে ফেলা হয়েছে পায়ুপথও। পরবর্তীতে টাকার অভাবে প্রায় বন্ধ রয়েছে চিকিৎসা। বর্তমানে সিএমএইচ-এর চিকিৎসকের পরামর্শে আছে বাপ্পি।
বাপ্পি’র বাবা মোজাম্মেল বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে চিকিৎসা ব্যয় বাবদ ৯ লাখ টাকা খরচ হয়ে গেছে। এই টাকার বেশির ভাগই আমার ব্যবসার মূলধন ও স্বজনদের কাছ থেকে ঋণ বাবদ নেয়া। এখন ঋণের টাকার চাপ ও ছেলের চিকিৎসার খরচ একইসাথে সামলাতে হচ্ছে।
তিনি আরও বলেন, বাপ্পীকে নিয়ে ভয়ে আছি, তার শরীরে পচন ধরে গেছে, অভাবের তাড়ণায় ঠিকমত চিকিৎসা করতে পারছিনা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার টাকা বাকি রয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বাকি টাকার জন্য মামলার হুমকি দিচ্ছে।
এমন অসহায়ত্বের কথা শুনে বাপ্পীকে দেখতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় তার বাবার হাতে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও চিকিৎসার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এসময় বাড়ির মালিক পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রিন্স আহত বাপ্পি’র ঘর ভাড়া বকেয়া ৭০ হাজার টাকা মওকুফ করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল হক শ্যামল, শ্রীপুর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন।
মন্তব্য করুন: