• NEWS PORTAL

  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন প্রসঙ্গে যা বললো ডিএমপি

প্রকাশিত: ১৩:৫৮, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন প্রসঙ্গে যা বললো ডিএমপি

রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এক প্রেস বিজ্ঞপিতে বলা হয়, বুধবার (১২ নভেম্বর) রাজধানীর  কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়।

পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি। এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করছেন যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। এ নিয়ে কোন প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডেও একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: