• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনায় ফেনীর ফুলগাজি উপজেলা শ্রীপুর মজুমদার বাড়িতে কোরআন খতমে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বেগম খালেদা জিয়া নিজ বাড়িতে এই দোয়ার আয়োজন করে ফুলগাজি উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। 

এ সময় অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

ফুলগাজি উপজেলা বিএনপির আহবায়ক ফখর আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেনসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।

গত রবিবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশ ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা। আর সরকারের পক্ষ থেকে তাকে ভিভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগের কথাও বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: