১১৪ শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাত ১১৪ জন শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম।
মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরিক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত হবে।
এদিন সকালে মরদেহ উত্তোলনের খবর শুনে রায়ের বাজার কবরস্থানে ভিড় করে নিখোঁজের স্বজনরা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: