• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেফতার

প্রকাশিত: ১৭:০৫, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেফতার

জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে নিজ বাসার সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরনো একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, তা একটু পর বিস্তারিত জানানো হবে।

গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2