ফখরের সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ফখর জামান ১৯৩ রানের ইনিংস খেললেও জিততে পারেনি পাকিস্তান। তবে সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিফলে যায়নি পাকিস্তান ওপেনারের সেঞ্চুরি। তার দল তুলে নিয়েছে ২৮ রানের জয়। সিরিজ ঘরে তুলেছে ২-১ ব্যবধানে।
শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৭ উইকেটে ৩২০ রান। জবাব দিতে নেমে তিন বল থাকতে ২৯২ রানে অলআউট হয়ে যায় কুইন্টন ডি কক, ডেভিড মিলার, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি ও এনরিক নর্টজেবিহীন দক্ষিণ আফ্রিকা। আইপিএল খেলতে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলেননি শুরুর দুই ওয়ানডে দলে থাকা ওই পাঁচ তারকা ক্রিকেটার।
বুধবার (৭ এপ্রিল) শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। বাঁ-হাতি ইমাম উল ২২তম ওভারে ব্যক্তিগত ৫৭ রান করে ফিরে যান। ফখরের সঙ্গে গড়েন ১১২ রানের জুটি। এরপর অধিনায়ক বাবর আযমের সঙ্গে ১০২ রানের জুটি দিয়ে সাজঘরে ফেরেন ফখর।
তার আগে ১০৪ বলে তিন ছক্কা ও নয় চারে ১০১ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। প্রথম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি পাওয়া বাবর অবশ্য এ ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হন। ফিরে যান ৯৪ রান করে। তবে শেষ দিকে ১১ বলে ৩২ রানের ঝড় দেখিয়ে দলকে বড় রান এনে দেন সদ্য মেয়ের বাবা হওয়া পেসার হাসান আলী।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে কাইল ভারানে এবং আন্দালি ফেলুকাওয়ের ব্যাটে আসা দেখছিল প্রোটিয়ারা। ভারানে ৬২ এবং ফেলুকাও ৫৪ রানে ফিরলে সেই শেষ হয়ে যায় স্বাগতিকদের। তার আগে ওপেনার জানেমান ম্যালান করেন ৭০ রান। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ তিনটি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম দুটি ও কেশব মাহরেজ নেন তিন উইকেট।