পয়েন্ট টেবিলের দুইয়ে ফিরেছে বার্সেলোনা

চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের দুইয়ে ফিরেছে বার্সেলোনা। শনিবার সেভিয়ার মাঠে উসমান দেম্বেলে ও লিওনেল মেসির গোলে ২-০'তে জয় পায় কাতালান জায়ান্ট ক্লাবটি।
সেভিয়ার বিপক্ষে সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে জয় ছিলো না বার্সার। লা লিগায় গত মৌসুমে সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করার পর এবার প্রথম দেখায় ন্যু ক্যাম্পে ১-১'এ ড্র করে কুমানের দল। গত ১০ ফেব্রুয়ারি কোপা দেল রে'র প্রথম লেগ সেমিফাইনালেও মেসিদের ২-০'তে হারায় সেভিয়া। টানা ব্যর্থতা নিয়ে শনিবার সেভিয়ার মাঠে লিগের ফিরতি ম্যাচ খেলতে নেমে ২৯ মিনিটে গোল পায় বার্সা। মাঝমাঠ থেকে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান দেম্বেলে। লিগে টানা ছয় ম্যাচ জেতা সেভিয়ার বিপক্ষে মেসি ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন। চলতি লিগে তার গোল হলো সর্বাধিক ১৯টি। বার্সাও ২৫ খেলায় ৫৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়ালকে এক পয়েন্ট পেছনে ফেলে দুইয়ে ফিরেছে। ৫৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো খেলেছে ২৩ ম্যাচ।
বিভি/এমএইচকে