পিএসএল- এ কোয়েটাকে ৬ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ

পিএসএল টি-টোয়েন্টিতে ফাহিম আশরাফের বোলিং নৈপুণ্যের পর, পল স্টেয়ারিংয়ের ব্যাটিংয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। চার খেলায় তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের দুইয়েও ফিরেছে শাদাব খানের দল।
করাচি স্টেডিয়ামে প্রথম তিন ম্যাচের প্রতিটি হেরে যাওয়া কোয়েটাকে ব্যাটিংয়ে পাঠিয়ে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিতে থাকে ইসলামাবাদের বোলাররা। ৪১ রানের মধ্যে চার উইকেট হারানো দলকে সরফরাজ আহমেদ একাই টেনে তোলেন। ৪১ বলে ৫৪ করার পর কোয়েটার অধিনায়ককে ফেরান পেসার ফাহিম। ১৭তম ওভারে দলের ১৩৪ রানে তার বিদায়ের পর মোহাম্মদ নাওয়াজের ২৯ বলে অপরাজিত ৩১ রানে ৭ উইকেটে ১৫৬ করে কোয়েটা। ১১ রানে তিন শিকার নেন ফাহিম। জবাবে পল স্টেয়ারিং ও অ্যালেক্স হালেস উদ্বোধনী উইকেটে ৩৫ বলে ৭৬ রান তোলেন। হালেস ১৩ বলে ২৩ ও স্টেয়ারিং ৩৩ বলে ৫৬ করে আউট হন। এরপর রোহাইল নাজিরের ২৮ বলে ৩৪, শাদাবের ১৭ বলে ২১ ও হোসাইন তালাতের ১০ বলে অপরাজিত ১৬ রানে তিন ওভার আগেই চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ইসলামাবাদ। চার খেলায় সমান ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে ইসলামাবাদ ও লাহোর কালান্দার্সকে পেছনে ফেলে শীর্ষে পেশোয়ার জালমি।
বিভি/এনজি