• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে টাইগাররা। সেই ব্যবধান আরো বাড়াতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। তবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া সফরকারী জিম্বাবুয়েও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করবে জিম্বাবুয়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচের জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে ১ ইউকেট হারিয়ে সংগ্রহ ১৬ রান।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। অপরদিকে তিন পরিবর্তন এসেছে জিম্বাবুয়ের একাদশে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেগ আরভিন, র্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাদানদে, জোনাথন ক্যাম্পবেল, ‍লুক জঙ্গি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও এন্সলি এন্দলোভু।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: