• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্লে-অফে মিলারকে নামাচ্ছে বরিশাল, স্নায়ুচাপে কুমিল্লা-রংপুর

প্রকাশিত: ২০:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
প্লে-অফে মিলারকে নামাচ্ছে বরিশাল, স্নায়ুচাপে কুমিল্লা-রংপুর

প্লে-অফে খেলতে বরিশাল টিমে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার

বিপিএলের প্লে-অফ রাউন্ড শুরু কাল সোমবার। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

রংপুরের সাথে লড়াইটা হবে সমানে সমান, বলেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামের বিপক্ষে দলকে জেতাতে সেরাটা দিতে মুখিয়ে বরিশালে যোগ দেয়া দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।  

সিজন টেনের শেষ প্রান্তে বিপিএল। শিরোপার লড়াইয়ে চার দল। প্রথম কোয়ালিফায়ার জিতলেই সরাসরি ফাইনাল। স্নায়ুচাপের ম্যাচে লড়বে দুই জায়ান্ট বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। কুমিল্লার ভরসা টে-টোয়েন্টির ফেরিওয়ালা আন্দ্রে রাসেল, মইন আলি, সুনিল নারিনরার। তাদের সাথে নেট অনুশীলনে ছক্কা-চারের ব্যাটিং ঝলক বিপিএল সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়, লিটন দাসদের। 

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বড় নাম সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরমেন্সে ভাল ফর্মেই আছেন তিনি। সোহানের দলের মো. নবী, শেখ মাহেদিরাও আশা দেখাচ্ছেন ফাইনালে খেলার। প্রত্যাশার চাপ নিতে চাননা কুমিল্লার অধিনায়ক লিটন। মুস্তাফিজের খেলা নিশ্চিত নয়।

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিক, তাইজুল, সাইফউদ্দিনদের ফরচুন বরিশালে যোগ দিয়েছেন কিলার মিলার খ্যাত' ডেভিড মিলার" দক্ষিণ আফ্রিকা থেকে সকালে ঢাকায় নেমেই মিরপুরে অনুশীলনে চলে আসেন এই পাওয়ার হিটার।

এলিমিনেটর ম্যাচে হারলেই বাদ। ফরচুন বরিশালের সাথে জয়ের চ্যালেঞ্জটা কঠিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্যও। এবারের বিপিএলে বেশ সংগ্রাম করেই প্লে-অফে উঠেছে চট্টগ্রাম। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৩৮২ রান করা তানজিদ তামিম আছেন দুর্দান্ত ফর্মে।  এই ম্যাচে অস্ট্রেলিয়ান জস ব্রাউনের ঝড় তোলার আশা করছেন অধিনায়ক শুভগত হোম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শক্তির বিচারে এগিয়ে ফরচুন বরিশাল। যদিও লিগ পর্বে দু'বারের মুখোমুখিতে দু'দলই একবার করে জিতেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2