• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

কঠিন বাধা পেরিয়ে চতুর্থ শিরোপার পথে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ১২:৪৮, ১৫ মে ২০২৪

ফন্ট সাইজ
কঠিন বাধা পেরিয়ে চতুর্থ শিরোপার পথে ম্যানচেস্টার সিটি

টটেনহামকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপার পথে কঠিন বাধা পেরিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে টপকে উঠে এসেছে শীর্ষে। মঙ্গলবার আর্লিং হালান্ডও গোল দুটি করে 'গোল্ডেন বুট' জয়ের পথে এগিয়ে গেলেন।

টটেনহামের মাঠে আধিপত্য নিয়ে খেলা শুরু করেও প্রথমার্ধে গোল পায়নি সিটি। মাঝমাঠের প্রাণ কেভিন ডি ব্রুইনের সঙ্গে ফিল ফোডেন, আর্লিং হালান্ডরা নিজেদের সেরাটা দিতে পারেননি। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পেয়ে যায় সিটি। ডান দিক থেকে ডি ব্রইনের গোলমুখে বাড়ানো বল আলতো টোকায় জালে জড়ান হালান্ড। প্রিমিয়ার লিগে এই মাঠে প্রথম গোল পেলো গত তিনবারের চ্যাম্পিয়নরা।

এরপর গোলরক্ষক এদেরসন ও ডি ব্রুইনে চোট পেয়ে মাঠ ছাড়লে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহাম। ৮০ মিনিটে দেইয়ান কুলুসেভস্কির, ছয় মিনিট পর হিউং মিনের শট ফিরিয়ে সিটিকে বাঁচান গোলরক্ষক ওর্তেগা। প্রতিপক্ষের একচেটিয়া আক্রমণের বিপরীতে ৮৯ মিনিটে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিকে সব অনিশ্চয়তার অবসান ঘটান হালান্ড। লিগে ২৭ গোল নিয়ে এবারও 'গোল্ডন বুট' জয়ের দাবি জোরালো করেছেন ২৩ বছরের নরওয়েজিয়ান ফরোয়ার্ড। সিটিও ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আর্সেনালকে দুই পয়েন্ট দূরে রেখে শীর্ষে উঠেছে। আগামী সপ্তাহে লিগের শেষ রাউন্ডে হবে শিরোপার ফয়সালা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: