তানজিম সাকিবের বলে বোল্ড কোহলি, ফিরলেন সূর্যকুমারও
ভারতের বিরুদ্ধে বোলিংয়ে ভালো করার চেষ্টায় রয়েছে বাংলাদেশের বোলাররা। ইনিংসের নবম ওভারে এসে জোড়া উইকেটে বাংলাদেশকে ম্যাচে ফেরার উপলক্ষ্য এনে দিলেন তানজিম হাসান সাকিব। এই প্রতিবেদন পর্যন্ত ভারত হারিয়েছে তিন উইকেট। বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে তিন বলের ব্যবধানে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তানজিম সাকিব।
অ্যানিটগায় টস হেরে বাংলাদেশের পরিকল্পনাহীন বোলিং করলেও রানের চাকা ঠিকই ঘোরাচ্ছে ভারতের ব্যাটিং লাইনআপ। সাকিব আল হাসান ফেরান রোহিতকে। আর পরপর দুটি তানজিম শিকার করেন। পরে রিশাদও নেন উইকেট।
তানজিমকে সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করে গেছেন কোহলি। কিছুটা ধীরগতির ওই বলেই থেমেছে রানে ফেরা কোহলির আজকের ইনিংস। ২৮ বলে ৩৭ রান করেছেন। দলকে বড় রানের ভিতটাও গড়ে দিয়েছেন। নবম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পাওয়া বাংলাদেশকে পরের উইকেট পেতে অপেক্ষা করতে হলো কেবল দুই বল।
প্রথম বলেই হুক করে ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার যাদব। পরের বলে কট বিহাইন্ড! শর্ট লেংথের বলে আউটসাইড এজ হওয়া বল চলে যায় লিটনের হাতে। কিছুটা নীরব ছিল বাংলাদেশের সবাই। কেবল আত্মবিশ্বাসী ছিলেন লিটন। আম্পায়ার সংকেত দিতেই উল্লাসে মাতে বাংলাদেশ।
বিভি/এজেড
মন্তব্য করুন: