• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্যারিস অলিম্পিক: সাঁতারে ১৭ বছরের কিশোরীর রেকর্ড

প্রকাশিত: ১৯:৫০, ২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
প্যারিস অলিম্পিক: সাঁতারে ১৭ বছরের কিশোরীর রেকর্ড

প্যারিস অলিম্পিক গেমসের ষষ্ঠ দিনে সাঁতারে একক আধিপত্য ছিলো না কোনো দেশের। তবে আলোচিত হয়েছেন কানাডার ম্যাকিনটোশ সামার। বৃহস্পতিবার মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ১৭ বছরের এই কিশোরী। 

বিজয়ী হতে ম্যাকিনটোশ সামার সময় নেন ২ মিনিট ৩ দশমিক ৩ সেকেন্ড। প্যারিস অলিম্পিকে এটি তার দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয় স্বর্ণ। এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের স্মিথ রেগান রৌপ্য, চীনের ঝ্যাং ইউফেই ব্রোঞ্জপদক জেতেন। 

মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক জেতেন যুক্তরাস্ট্রের কেট ডগলাস। ২ মিনিট ১৯ দশমিক দুই-চার সেকেন্ড সময় নিয়ে মার্কিনিদের মধ্যে রেকর্ড গড়া ডগলাস দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথ ও নেদারল্যান্ডসের টেস শোটেনকে হারান। 

ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক জিতে হাঙ্গেরিকে এবারের সাঁতারে প্রথম স্বর্ণ এনে দেন হাবার্ট কোস। ২০২৩ সালের এই বিশ্ব চ্যাম্পিয়ন সময় নেন ১ মিনিট ৫৪ দশমিক দুই-ছয় সেকেন্ড। গ্রিসের আপোস্তোলোস ক্রিস্তো রৌপ্য, সুইজারল্যান্ডের রোমান মিতাই-ওকোভ ব্রোঞ্জ জেতেন। 

মেয়েদের ৪ গুণ ২০০ মিটার রিলেতে অস্ট্রেলিয়ার মলি ও'কালাহান, লানি পলিস্টার, বিয়ান্না থোর্সেল ও অ্যারিয়ার্না টিটমাস অলিম্পিক রেকর্ড গড়ে বিজয়ী হয়েছেন। ৭ মিনিট ৩৮ দশমিক শূন্য-আট সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে হারান তারা। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2