• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টাইগারদের অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদও

প্রকাশিত: ১৭:২০, ৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
টাইগারদের অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদও

ছবি: উপদেষ্টা আসিফ মাহমুদ

পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফর্ম্যান্স দেখিয়েছে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দলটিকে হারানোর পাশাপাশি টেস্ট সিরিজ এবং একই সাথে হোয়াইটওয়াশ। এতো এক দারুণ অর্জন।  রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় ৬ উইকেটে। এমন অবিস্মরণীয় সিরিজ জয়ের পরপরই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ভিডিও বার্তায় অভিনন্দনে শিক্ত হয়েছে পুরো জাতীয় ক্রিকেট দল।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন জাতীয় দলের খেলোয়াড়রা।  

পাশাপাশি এক ভিডিও বার্তায় তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটি সুখবর পেয়েছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে যে টেস্ট সিরিজ ছিল, দুটিই জেতার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে। আমি জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচসহ অফিসিয়ালসদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি।” 

তিনি আরও বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে এই খবর জনগণের মধ্যে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। ক্রীড়াঙ্গন থেকে আমরা আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করে যাবো।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2