ওয়ার্নারের দলে খেলবেন বিজয়
জিম আফ্রো টি-১০ লিগের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়। তিনি খেলবেন বুলাওয়ে ব্রেভসের হয়ে। তার দল বুলাওয়ে ব্রেভস আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওয়ার্নারকে। এর আগে একই লিগে দল পেয়েছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। হারারে বোল্টস তাকে ড্রাফটের বাইরে সরাসরি সই করিয়েছে। এবার দল পেলেন এনামুল। যে কারণে প্রথমবারের মতো ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাট করতে দেখা যাবে বিজয়কে।
গত বছর জিম আফ্রো টি-টেন লিগে বাংলাদেশের হয়ে খেলেছিলেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং পেসার তাসকিন আহমেদ।
এনামুলকে বুলাওয়ে ব্রেভস দলে নিয়েছে বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরি থেকে। তার দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলংকার আকিলা ধনাঞ্জয়ারা। এই দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।
উল্লেখ্য, জিম আফ্রো টি–১০ লিগের এবারের আসর শুরু হবে ২১ সেপ্টেম্বর। জিম্বাবুয়ের হারারেতে আয়োজিত টুর্নামেন্টটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর। এই সময়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ থাকায় আগের আসরে খেলা মুশফিক ও তাসকিন খেলতে পারবেন না এবারের আসরে।
বিভি/এসি/টিটি
মন্তব্য করুন: