বাংলাদেশ সিরিজে প্রথম টেস্টের টিকিটের দাম প্রকাশ করলো ভারত
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।চলতি মাসে ভারত সফরে যাচ্ছে শান্তবাহিনী। ক্রিকেটে নতুন দ্বৈরথের জন্ম দেয়া ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এই সিরিজে বেশ নজর রেখেছে টিম ইন্ডিয়া। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। গতকাল প্রথম টেস্টের টিকিট মূল্য প্রকাশ করেছে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ সিরিজ বেশ গুরুত্বের সাথে দেখছে ভারত। এদিকে দু’দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতির কারণে ক্রিকেট ঘিরে হামলার হুমকিও এসেছে। এমন উত্তেজনাকর সিরিজে দর্শকদের আগ্রহের কারণে চড়া মূল্যে বিক্রি হবে চেন্নাই টেস্টের টিকিট।
চেন্নাইতে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের পুরো টেস্ট ম্যাচ দেখতে একজন দর্শককে খরচ করতে হবে অন্তত ৭ হাজার ১৩০ টাকা। এছাড়া প্রতিদিনের খেলা দেখতে ১ হাজার থেকে ১৫ হাজার রুপির টিকিট রেখেছে রাজ্যটির ক্রিকেট এসোসিয়েশন। সি, ডি, ই লোয়ার টায়ারের স্ট্যান্ডে বসে প্রতিদিনের ম্যাচ দেখতে কিনতে হবে ১ হাজার রুপি বা ১ হাজার ৪২৬ টাকার টিকিট।
আই, জে, কে লোয়ার টায়ারের স্ট্যান্ডে ২ হাজার রুপি বা ২ হাজার ৮৫২ টাকা এবং আপার টায়ারের স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ১২৫০ রুপি বা ১ হাজার ৭৮২ টাকা খরচ করতে হবে। এবং শীততাপ নিয়ন্ত্রিত হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে খরচ হবে ১০ হাজার রুপি।
এছাড়া কেএমকে টেরেস ৫ হাজার রুপি ও জে স্ট্যান্ডের শীততাপ নিয়ন্ত্রিত হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে একেকদিনের জন্য খরচ করতে হবে ১৫ হাজার রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ২১ হাজার টাকার সমান। গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করে টিকেটের মূল্য তালিকা প্রকাশ করে তামিলনাডু ক্রিকেট এসোসিয়েশন।
বিভি/এজেড
মন্তব্য করুন: