• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

প্রকাশিত: ১৬:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, বিসিবির বোর্ড পরিচালক ছাড়াও খালেদ মাহমুদ সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ। বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমির দায়িত্বেও আছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশে বড় টুর্নামেন্ট এলেই একজন টিম ডিরেক্টর পাঠানো হয় দলের সঙ্গে। সেটা বেশিরভাগ সময় হয়েছেন খালেদ মাহমুদ সুজনই। গত ওয়ানডে বিশ্বকাপেও এই দায়িত্বে ছিলেন তিনি। 

উল্লেখ্য যে, সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ঘটনের পর বিসিবিতে সভাপতি পদে রদবদল হয়। নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে বিসিবি পরিচালক থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।  

বিভি/পিএইচ

মন্তব্য করুন: