• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে ব্রাজিল?

প্রকাশিত: ২০:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে ব্রাজিল?

২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। কথাটা দুই দিন আগেই বলেছিলেন ব্রাজিল ফুটবল দলের কোচ দরিভাল জুনিয়র। কিন্তু, এই কথার একদিন যেতে না যেতেই বুধবার দলটি হেরে বসে। বিশ্ব ফুটবলের শীর্ষ ৬০ এরও বাইরে থাকা দল প্যারাগুয়ের কাছে। যেন পরিস্থিতিটা রীতিমতো উলটে গেছে ১৮০ ডিগ্রি! আর তাতেই প্রশ্ন উঠে যাচ্ছে, ফাইনাল তো দূরেই রাখুন, ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে তো? 

বিশ্বকাপের বাছাইপর্বে সময়টা একদমই ভালো কাটছে না সেলেসাওদের। কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় এখন দলটা আছে পাঁচ নম্বরে। এমনকি বলতে গেলে, নিজেদের স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে দলটি। 

২০০৩ সাল থেকে ২০২২ বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের ৭১ ম্যাচ থেকে দলটা মাত্র পাঁচ ম্যাচে হেরেছিল। আর এবারের বিশ্বকাপ বাছাইপর্বে তাদের খেলা ম্যাচ সংখ্যা দুই অঙ্ক ছোঁয়নি, অথচ সে পাঁচ হারের ‘রেকর্ড’ ছুঁয়ে, কিংবা পেছনে ফেলার শঙ্কাও জেগেছে এখনই!

আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে আরও দুটো ম্যাচ ব্রাজিল খেলবে। সে দুই ম্যাচও যদি দরিভালের দল হেরে বসে, তাহলে ১৯ বছরে হারা ম্যাচ সংখ্যা এক বছরের এদিক ওদিকেই পার করে ফেলবে!

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে ব্রাজিল। তার মধ্যে হেরেছে ৪ ম্যাচে। জিতেছে তিন ম্যাচে, বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। সব মিলিয়ে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৫-এ। সমান পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা আছে ছয়ে, ব্রাজিল এগিয়ে আছে গোল ব্যবধানে। যে কারণে এখন তাদের সামনে শঙ্কা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণ নিয়ে। 

তবে এমন পারফর্ম্যান্স দিয়ে এরইমধ্যে একটা ইতিহাসও গড়ে ফেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে আর কোনো আসরেই এত বাজে শুরু হয়নি তাদের। শুরুর ৮ ম্যাচে এর চেয়ে খারাপ পারফর্ম্যান্স ছিল না আর কখনও। 

যদিও আগামী বিশ্বকাপে দল সংখ্যা থাকছে বাড়তি। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সরাসরি ছয় দল খেলবে। সাত নম্বর দলেরও সুযোগ থাকছে বিশ্বকাপে খেলার। সেক্ষেত্রে তাদের আন্তঃমহাদেশীয় প্লে-অফ জিতে আসতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: