• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পিএসজির কাছে ৫ কোটি ইউরো দাবি এমবাপ্পের

প্রকাশিত: ১২:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পিএসজির কাছে ৫ কোটি ইউরো দাবি এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়েছেন, কিন্তু প্যারিসের ক্লাবটির সঙ্গে এখনও ফরাসি তারকার হিসাব–নিকাশ চুকেনি। দুই মাস আগে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে দাবি করেছেন, সাবেক ক্লাবের কাছে এখনও সাড়ে পাঁচ কোটি ইউরো পাওনা রয়েছে তার।

এমবাপ্পে সেই টাকা চেয়েছেন। তবে পিএসজি তার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, সব হিসাব চুকিয়ে ফেলেছে তারা। এ নিয়ে ফ্রেঞ্চ লিগ আর আইনি কমিশন বৃহস্পতিবার মধ্যস্থতার প্রস্তাব দিলে সেটি প্রত্যাখ্যান করেছেন এমবাপ্পে। 

তার দাবি অনুযায়ী, পিএসজিতে শেষ তিন মাসের বেতন দেওয়া হয়নি তাকে। পাশাপাশি আনুগত্য বোনাসের শেষ কিস্তিও পরিশোধ করা হয়নি। 

পিএসজি বলেছে, এমবাপ্পে বেতন-বোনাসের অর্থ সমঝোতার মাধ্যমে ছেড়ে দিয়েছেন। মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করার ব্যাপারে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি'র কাছে দেওয়া বিবৃতিতে এমবাপ্পের প্রতিনিধি দল জানিয়েছে, মধ্যস্থতার অর্থ হচ্ছে টাকা পরিশোধ না করার ঘটনাটি নথিভুক্ত হওয়ার দরকার হবে না এবং সেটা বেতন হিসাবে সীমাবদ্ধ হয়ে যাবে। ঘটনাক্রম যেদিকে যাচ্ছে, তাতে দুই পক্ষের বিবাদ কর্মসংস্থান আদালতে গড়ানোর সম্ভাবনাও দেখছে এপি। 

সাত বছর পিএসজিতে কাটানো এমবাপ্পের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয় এ বছর জুনে। গত জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়েই রিয়াল মাদ্রিদে যোগ দেন ২৬ বছরের ফরাসি ফরোয়ার্ড। 

বিভি/টিটি

মন্তব্য করুন: