বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ধীরগতির শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহিত
আজ পর্দা উঠলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ১০ ওভারে বাংলাদেশর সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে মাত্র ৫৫ রান।
বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপ। রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির কারণে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সেই সৌভাগ্য জ্যোতিরা হারিয়েছেন। যে কারণে টুর্নামেন্টের আয়োজক হলেও খেলতে হচ্ছে পরের মাঠে। যার ফলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসল ।
টুর্নামেন্টের পাঁচটি আসরে খেলে , বাংলাদেশের জয় কেবল এক ম্যাচে। যা নিজেদের প্রথম আসর ২০১৪ সালে, ঘরের মাঠে। এরপর আরও চার আসরে অংশ নিলেও বাংলাদেশ জয়ের স্বাদ পায়নি। টাইগ্রেসরা এবার সেই জয়খরা কাটাতে চায়।
বিভি/এআই
মন্তব্য করুন: