• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ 

প্রকাশিত: ০১:২৯, ৯ অক্টোবর ২০২৪

আপডেট: ০১:৩০, ৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ 

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে দু'দেশ। দিল্লি'তে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। সিরিজে ১-০'তে পিছিয়ে থাকা বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায়। সে লক্ষ্যপূরণে ব্যাটারদের জ্বলে ওঠার আহবান জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। 

ভারত সফর মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তানের মাটিতে ২-০'তে টেস্ট সিরিজ জয়ী দলটি ভারতের মাটিতে লাল বলের ক্রিকেটে শোচনীয় ভাবেই হোয়াইটওয়াশ হয়েছে। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও সাত উইকেটে হেরেছে। সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় গোয়ালিয়রে ঐ ম্যাচে ১২৭ রানে অলআউট হয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের তরুন দলটি ৪৯ বল হাতে রেখেই সহজেই জয় পেয়েছে। যা একশ'র উর্ধ্বে টার্গেট তাড়া করে বলের হিসেবে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় জয়। ঐ ম্যাচে এক পর্যায়ে ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়েছিলো সফরকারী দল। শান্তর ২৭ এবং মিরাজের অপরাজিত ৩৫ রানে, আরো বড় লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে দল। টেস্ট আর প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হতবাক ভারতের ক্রিকেট বোদ্ধারা। 

বিভি/এআই

মন্তব্য করুন: