• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ 

প্রকাশিত: ০৮:২৫, ৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ভারতের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ 

ছবি: দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (৯ অক্টোবর) মুখোমুখি ভারত ও বাংলাদেশ। দিল্লি'তে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজে ১-০’তে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায়। লক্ষ্যপূরণে ব্যাটারদের জ্বলে ওঠার আহবান জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। 

ভারত সফর মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তানের মাটিতে ২-০'তে টেস্ট সিরিজ জেতা দলটি ভারতের মাটিতে লাল বলের ক্রিকেটে শোচনীয়ভাবেই হোয়াইটওয়াশ হয়েছে। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে ৭ উইকেটে। সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় গোয়ালিয়রে ওই ম্যাচে ১২৭ রানে অলআউট হয় টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের তরুল দলটি ৪৯ বল হাতে রেখে সহজেই জয় পায়। যা একশ'র উর্ধ্বে টার্গেট তাড়া করে বলের হিসেবে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড়ো জয়।

ওই ম্যাচে এক পর্যায়ে ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়েছিলো সফরকারী দল। নাজমুল শান্তর ২৭ এবং মেহেদি মিরাজের অপরাজিত ৩৫ রানে আরও বড়ো লজ্জার হাত থেকে রক্ষা পায় দল।

টেস্ট আর প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হতবাক ভারতের ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশের অধিনায়ক শান্ত পর্যন্ত বুঝতে পারছেন না ব্যাটসম্যানরা কেন এভাবে বারবার ব্যর্থ হচ্ছেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য ব্যাটসম্যানদের উদ্বুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টাই করছেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2