ভারতের পাহাড়সম রানে চাপা পড়লো বাংলাদেশ, ১৩৩ রানের হার
ছবি: ভারতের উইকেট উদযাপন
টস জিতে বাংলাদেশের বোলারদের ওপর ভারতের ব্যাটসম্যানরা রীতিমতো তান্ডব চালায়। টাইগারদের ২৯৮ রানের পাহাড়সম টার্গেট দেয় টিম ইন্ডিয়া। জবাবে বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ১৬৪ রান। আর এই রান করতে বাংলাদেশ হারায় ৭ উইকেট। ফলে টাইগাররা হারে ১৩৩ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তাওহিদ হৃদয়। ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি।
শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং করে তিরাঙ্গারা। বাংলাদেশের বোলারদের পাড়ার মানে নামিয়ে এনেছেন সঞ্জু স্যামসন, সুরিয়াকুমার, পরাগ, হার্দিক পান্ডিয়ারা। নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন তানজিম সাকিব। এরপর সঞ্জু-সুরিয়াকুমারের ঝড়। টাইগার বোলারদের তুলোধুনা করে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন সঞ্জু। ৮ ছক্কা ও ১১টি চারে ৪৭ বলে ১১১ রান তুলে আউট হন তিনি। অধিনায়ক সুরিয়াকুমার পাঁচ ছক্কায় ৩৫ বলে করেন ৭৫ রান। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি
হায়দারাবাদে শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদি মিরাজ ও জাকের আলীর পরিবর্তে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম ও শেখ মাহেদি। ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ভারতের ব্যাটসম্যানরা। প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ২৩ রান। বোলিং এসে প্রথম বলেই উইকেট তুলে নেন তানজিম সাকিব। তবে সেই ওভারেও দিয়েছেন ১১ রান।
মাত্র ৪৩ বলে স্কোরবোর্ড শতরান তোলে ভারত। দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও সুরিয়াকুমার ৯৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। সঞ্জু পেয়েছেন সঞ্জু। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শুরু আগে তাকে গার্ড অব অনার দিয়েছে সতীর্থরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: