• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খেলতে নেমে আবারও লুটিয়ে পড়লেন নেইমার, ছাড়লেন মাঠ

প্রকাশিত: ১০:৫৮, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
খেলতে নেমে আবারও লুটিয়ে পড়লেন নেইমার, ছাড়লেন মাঠ

ইনজুরি, ইনজুরি আর ইনজুরি। এভাবেই চলছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের ক্যারিয়ার। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘ এক বছরের বেশি সময় পর আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই আবার পড়লেন ইনজুরিতে। 

এফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘাল এফসির বিপক্ষে আজ নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচের ৫৮ তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ছিলেন মাঠে। অবশ্য এর আগেই তার দল এগিয়ে ছিল ২-০ গোলে। এদিন দ্বিতীয় আর্ধে মাঠে নেমেও সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি।

এদিন মাঠে নামার পর থেকেই দারুণ ছন্দে ছিলেন নেইমার। নিজের পুরনো রূপে ফিরে আসার সম্পূর্ণ চেষ্টায় ছিলেন তিনি। তবে ম্যাচে দুই দফা তার থেকে বল ছিনিয়ে নিতে চার্জ করে প্রতিপক্ষ ফুটবলার। একপর্যায়ে উরুর মাংসপেশীতে অস্বস্তি অনুভব করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে নিয়ে কোন প্রকার রিস্ক না নিয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই উঠিয়ে নেন কোচ।

অবশ্য এখনো জানা যায়নি তার এই ইনজুরি কতটা গুরুতর। এদিকে নেইমারকে নিয়ে কোন প্রকার রিস্ক না নিতে চলতি বছরে ব্রাজিলের বাকি বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে দলে রাখা হয়নি তাকে। আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেললেও ছিলেন না সৌদি প্রো-লিগে। চোট থেকে ফেরার পর দুই ম্যাচে সব মিলিয়ে ৪২ মিনিট মাঠে ছিলেন এই তারকা ফুটবলার।

আল হিলাল কর্তৃপক্ষ এখনো জানায়নি কবে নাগাদ পুরোপুরি ফিট হয়ে আবারো মাঠে ফিরবেন নেইমার। সাধারণত দেখা যায় মাংসপেশীর চোটের কারণে চার সপ্তাহের মত মাঠের বাইরে থাকতে হয় ফুটবলারদের। তবে ক্লাব কর্তৃপক্ষ কিছু না জানালেও নেইমার জুনিয়র নিজের অবস্থান থেকে ভক্তদের কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করেছেন।

ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার লিখেছেন, ‘আশা করি এটা বড় কিছু না। এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়। চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার আরও সতর্ক থাকতে হবে এবং বেশি সময় খেলতে হবে।’ এতে আগামী ২৬ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের বিপক্ষে দেখার সম্ভাবনা রয়েছে নেইমারকে।

বিভি/এজেড

মন্তব্য করুন: